রামমন্দির নির্মাণ করলেই করোনা বিদায় নেবে: বিজেপি নেতা
পূর্বপশ্চিম ডেস্কবৈশ্বিক মহামারি করোনার ভ্যাকসিন এখনো আবিষ্কৃত হয়নি। তবে বিভিন্ন দেশের গবেষক ও বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করে যাচ্ছেন। বিশ্ব যখন ভ্যাকসিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তখন এক ভারতের বিজেপি নেতা রামেশ্বর শর্মা দাবি করেছেন, রামমন্দির নির্মাণের কাজ শুরু হলেই করোনা থেকে মুক্তি মিলবে।
মধ্যপ্রদেশের ভারপ্রাপ্ত স্পিকার রামেশ্বর বলছেন, অযোধ্যায় ঐতিহাসিক রামমন্দির নির্মাণ শুরু হলেই পৃথিবী থেকে বিদায় নেবে করোনাভাইরাস। তার কথায়, আর মাত্র কয়েকটা দিন। তারপর রামমন্দির নির্মাণ শুরু হলেই ধ্বংস হয়ে যাবে কোভিড-১৯।
বিজেপি নেতার দাবি, রামমন্দির নির্মাণের কাজ শুরুর দিন থেকেই করোনা ধ্বংস হতে শুরু করবে। শুধু ভারতবর্ষ নয় বরং সারা পৃথিবী জুড়েই করোনার প্রকোপ শেষ হবে।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, আগামী ৫ আগস্ট অযোধ্যায় যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে কারণে ওই এলাকায় বিশাল আয়োজন শুরু হয়েছে। সেদিনই ঐতিহাসিক রামমন্দির নির্মাণের কাজ শুরু হবে।
গত বছরের নভেম্বরে ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় দিয়েছিলেন ভারতের সুপ্রিম কোর্ট। বিতর্কিত অযোধ্যার জমিতে রামমন্দির তৈরির রায় দেন শীর্ষ আদালত। তবে মুসলিম সম্প্রদায়কেও মসজিদ নির্মাণের জন্য পৃথক জায়গায় পাঁচ একর জমি দিতে হবে বলে রায় দেওয়া হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএস
Post Written by :
Original Post URL : https://ift.tt/3fXn5iL
Post Come trough : PURBOPOSHCIMBD