করোনা থেকে সুস্থ হওয়ার ৬ দিন পর ষাটোর্ধ বৃদ্ধের মৃত্যু
সারাদেশ
ফেনী প্রতিনিধিফেনীর দাগনভূঞায় করোনা থেকে সুস্থ হওয়ার ৬ দিন পর ষাটোর্ধ বৃদ্ধ মোহাম্মদ মোস্তফা ওরফে মোস্তফা কোম্পানির (৬৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে ফের অসুস্থ্য হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি দাগনভূঞা পৌরসভার মনু মোল্লাবাড়ির মনোহর আলী ছেলে।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবায়েত বিন করিম জানান, ষাটোর্ধ বৃদ্ধ মোহাম্মদ মোস্তফা গত ১০ জুন করোনায় আক্রান্ত হন। পরবর্তীতে চিকিৎসা শেষে চলতি মাসের ৩ জুলাই উপজেলা স্বাস্থ্য বিভাগ তাকে সুস্থ্য ঘোষণা করে। তবে দ্বিতীয় দফায় তার করোনা টেস্ট করানো হয়নি। এদিকে বৃহস্পতিবার ফের তিনি অসুস্থ বোধ করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হলে পথেই তার মত্যু হয়।
ডা. রুবায়েত বিন করিম আরও জানান, বৃদ্ধ মোহাম্মদ মোস্তফার ‘পোস্ট করোনায়’ মৃত্যু হয়েছে।
দাগনভূঞা মোহাম্মদিয়া তৈয়বিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক জানান, নিহত মোহাম্মদ মোস্তফা ‘মোহাম্মদিয়া তৈয়বিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা’ এবং মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন। রাতে ওই মসজিদের সামনে নামাজে জানাযা শেষে স্বাস্থ্য বিধি মেনে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3ehUe73
Post Come trough : PURBOPOSHCIMBD