ভারতে ৮ পুলিশ হত্যাকারী কুখ্যাত ডাকাত এনকাউন্টারে নিহত
ভারতের উত্তরপ্রদেশে আট পুলিশ হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত স্থানীয় কুখ্যাত ডাকাত বিকাশ দুবে এনকাউন্টারে নিহত হয়েছেন।
আন্তর্জাতিক ডেস্কভারতের উত্তরপ্রদেশে আট পুলিশ হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত স্থানীয় কুখ্যাত ডাকাত বিকাশ দুবে এনকাউন্টারে নিহত হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) সকালে উত্তরপ্রদেশের কানপুরের কাছে এই এনকাউন্টারে ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল জানায়, মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশে আনার সময় পুলিশের গাড়ি থেকে পালানোর চেষ্টা করেন বিকাশ দুবে। তখনই এনকাউন্টারে নিহত হন এই শীর্ষ অপরাধী।
তার আগে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে মধ্যপ্রদেশের উজ্জয়ীনীতে মহাকাল মন্দির থেকে গ্রেপ্তার হয়েছিলেন কানপুরের কুখ্যাত অপরাধী বিকাশ দুবে। মধ্যপ্রদেশ পুলিশ সন্ধ্যায় তাকে তুলে দেয় উত্তরপ্রদেশের পুলিশের হাতে।
বিকাশকে উজ্জয়ীনী থেকে নিয়ে আসা হচ্ছিল উত্তরপ্রদেশের শিবলিতে। শুক্রবার(১০ জুলাই) সকালে কানপুরের কাছে এসে উল্টে যায় বিকাশকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসা কনভয়ের একটি গাড়ি।
উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জানায়, পালানোর চেষ্টা করেছিলেন বিকাশ দুবে। পুলিশের বন্দুক ছিনিয়ে গুলিও চালান তিনি। সেই সময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। দু’পক্ষের সংঘর্ষে মৃত্যু হয়েছে এই শীর্ষ ডাকাতের।
উল্লেখ্য, ২ জুলাই গভীর রাতে কানপুরের একটি গ্রামে বিকাশ দুবেকে ধরার জন্য অভিযান চালিয়েছিল পুলিশ। পুলিশের একটি দল এগোনো শুরু করলেই তাদের দিকে ধেয়ে আসে গুলিবৃষ্টি। এতে মৃত্যু হয় ডেপুটি পুলিশ সুপার দেবেন্দ্র মিশ্র, তিন সাব-ইন্সপেক্টর ও চার কনস্টেবলের। আহত হন আরও সাতজন।
পূর্বপশ্চিম-এইচএইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/31Xxmau
Post Come trough : PURBOPOSHCIMBD