সংবাদ পাঠিকার মামলায় এটিএন নিউজের সাংবাদিক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকতথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে (আইসিটি) সহকর্মী সংবাদ পাঠিকার দায়ের করা মামলায় এটিএন নিউজের সিনিয়র ক্রাইম রিপোর্টার ইমরান হোসেন সুমনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। এর আগে, অফিস থেকে বাসায় ফেরার পথে সুমনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ এসেছে।
ডিবি সূত্র জানায়, এটিএন নিউজের একজন সংবাদ পাঠিকা গত ১২ জুলাই যৌন হয়রানি ও মানহানির অভিযোগে ওই মামলাটি করেন রাজধানীর পল্লবী থানায়।
রোববার (১৯ জুলাই) রাত ১২টার দিকে ডিবির সিরিয়াস ক্রাইম বিভাগের উপকমিশনার মোদাচ্ছের হোসেন বলেন, ইমরান হোসেন সুমনকে পল্লবী থানায় সাইবার ক্রাইম আইনে তারই এক সহকর্মীর দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি এখন ডিবি পুলিশের হেফাজতে আছেন।
এ বিষয়ে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ও আপত্তিকর বিভিন্ন তথ্য প্রচার এবং ছবি ছড়ানোর অভিযোগে সাইবার আইনে চলতি মাসেই একটি মামলা (নং-৩১) করেন ওই সংবাদ পাঠিকা। তখন এজাহারে কোনো আসামির নাম উল্লেখ ছিল না। গত ১৪ জুলাই মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়। তদন্তে ইমরান হোসেন সুমনের সংশ্লিষ্ট মেলায় ডিবি তাকে গ্রেপ্তার করেছে।’
ডিবির একজন সহকারী কমিশনার জানান, এটিএন নিউজের ওই নারী কর্মী পল্লবী থাকায় আইসিটি আইনে যে মামলাটি করেছিলেন, ওই মামলায় এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জবানবন্দিতে জানিয়েছেন, সুমন নামে একজনের নির্দেশে তিনি ওই নারীকে নোংরা মেসেজ দিতেন। সে কারণেই রাতে অফিস থেকে বাসায় ফেরার পথে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি।
পূর্বপশ্চিমবিডি/এসএস
Post Written by :
Original Post URL : https://ift.tt/3fNbsuz
Post Come trough : PURBOPOSHCIMBD