পটুয়াখালীতে করোনায় ব্যবসায়ীর মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রুহুল আমিন হাওলাদার (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২৮ জন। রোববার (২৬ জুলাই) রাতে ল্যাব এইড হসপিটালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পটুয়াখালী প্রতিনিধিপটুয়াখালীর কলাপাড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রুহুল আমিন হাওলাদার (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২৮ জন।
রোববার (২৬ জুলাই) রাতে ল্যাব এইড হসপিটালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এছাড়া জেলায় ইন্টার্নি চিকিৎসক, ব্যবসায়ী ও শতবর্ষী এক নারীসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতরাতে তাদের রিপোর্ট পজিটিভ আসে। এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯৮২ জন। নতুন আক্রান্তদের মধ্যে ১১ জন সদর উপজেলার, ৩ জন দুমকির, ২ জন দশমিনার ও একজনের বাড়ি বাউফল উপজেলায়। আক্রান্ত সবাই বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৭ এপ্রিল। প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা যায় ২৯ এপ্রিল। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০ জন। বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৩৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭০ জন।
পূর্বপশ্চিমবিডি/এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/30TRyrs
Post Come trough : PURBOPOSHCIMBD