যুক্তরাষ্ট্রে করোনায় ৫ দিনে প্রাণ গেল ৫ হাজার
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, সোমবার (২৭ জুলাই) সকাল আটটা পর্যন্ত আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা দেশটিতে ৪৩ লাখ ৭১ হাজার ৫০০ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৮৪৫ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৯০ হাজার ১২৯ জন।
আন্তর্জাতিক ডেস্ককোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গত পাঁচদিন ধরে প্রায় ১ হাজারের বেশি করে মানুষের মৃত্যু হয়েছে। তাতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছুঁইছুঁই।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, সোমবার (২৭ জুলাই) সকাল আটটা পর্যন্ত আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা দেশটিতে ৪৩ লাখ ৭১ হাজার ৫০০ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৮৪৫ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৯০ হাজার ১২৯ জন।
নতুন এই রোগটি থেকে পৃথিবীতে এখন পর্যন্ত সেরে উঠেছেন এক কোটি ৩৭ হাজার ৬৩৭ জন। বিপরীতে মারা গেছেন ৬ লাখ ৫১ হাজার ৬৭৪ জন। মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৪ লাখ ৫ হাজার ২০৪ জন।
দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২৪ লাখ ১৯ হাজার ৯০১ জন। সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৪ হাজার ২৭৪ জন।
তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ১৪ লাখ ৩৬ হাজার ১৯ জন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৩২ হাজার ৮১২ জনের।
রাশিয়ায় এখন পর্যন্ত ৮ লাখ ১২ হাজার ৪৮৫ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৩ হাজার ২৬৯ জন।
পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকায় ৪ লাখ ৪৫ হাজার ৪৩৩ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ৬ হাজার ৭৬৯ জন।
পূর্বপশ্চিমবিডি/এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/304u2cm
Post Come trough : PURBOPOSHCIMBD