সালমা তানজিয়া:
তুমি কাছে এলে হৃদয় আমার
বন্যা প্লাবিত নদী,
তুমি কাছে এলে কণ্ঠে আমার
সুরের সপ্তপদী,
তুমি কাছে এলে রক্তের স্রোতে
তীব্র পাহাড়ী ঢল।
তুমি কাছে এলে আমি হয়ে যাই
শীতল ঝর্ণা জল।
তুমি না থাকলে অন্তর জুড়ে
তুষের বিরহানল,
তুমি না থাকলে দুই চোখে ঝরে
ব্যথার অশ্রু জল।
তুমি না থাকলে সূর্য জ্বলে না
পৃথিবী অন্ধকার,
তুমি না থাকলে চাঁদের বুকেতে
ঠাঁই নাই জোছনার।
তুমি ছুঁয়ে দিলে বরফ গলে
উত্তর মেরু মনে,
তুমি ছুঁয়ে দিলে সাহারা মরুর
তপ্ত আগুন প্রাণে,
তুমি ছুঁয়ে দিলে সুখের মরণে
শতবার মরে যাই,
তুমি ছুঁয়ে দিলে আমার এ আমি
তোমাতে হারাতে চাই।
তুমি দূরে গেলে বুকের সাগরে
হঠাৎ ভাটার টান,
তুমি দূরে গেলে ভাটিয়ালি মন
ভুলে যায় তার গান।
তুমি দূরে গেলে পরাণ আমার
কেঁদে কেঁদে কথা কয়।
তুমি দূরে গেলে এক জীবনেই
হাজার মরণ হয়।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2WRkdMD
Post Come trough : Nachole News | নাচোল নিউজ