সালমা তানজিয়া :
আমার ছেলে ছাত্র ভাল
নম্বর পায় জবর,
মানুষ কেমন হচ্ছে সেটা
কেউ রাখেনা খবর।
বইয়ের ভাজে মুখটি গুজে
কী যে পড়ে রোজ,
পৃথিবীটা যাচ্ছে কোথায়
রাখেনা তার খোঁজ।
স্কুলেতে যায় না ছেলে
কোচিং ক্লাসে ছোটে,
সেথায় নাকি লেখাপড়া
হয়না কিছু মোটে।
খেলাধুলা বন্ধু স্বজন
সব কিছু ত্যাগ ক’রে,
ভাল ছাত্র ছেলে আমার
মার্কস আনে রোজ ঘরে।
একলা চলে একলা বলে
একলা হাঁটে পথ,
ভীড়ের মাঝে হারায় পাছে
জীবন নামের রথ।
নিজের ভালো ছাড়া তাকে
শেখায়নি কেউ কিছু,
আপন স্বার্থে সব ভুলে যায়
চায়না ফিরে পিছু।
মা-বাবা তার মরছে ধুকে
সময় কোথা দেখার,
কারবারটা সামলে নেবার
দ্বায়িত্ব তার একার।
এত কাজের চাপে কি আর
সময় পাওয়া যায়,
বুড়োবুড়ি বাবা-মা আজ
সবচেয়ে বড় দায়।
চোখের জলে বুক ভিজিয়ে
ভাবেন বসে মা,
ছেলের জন্য সব করেও
মনটা পেলাম না।
তাদের বাসার কাজের বেটির
রিকশাওয়ালা ছেলে,
বাবা-মায়ের সাথেই থাকে
কেমন হেসে খেলে।
এক থালা ভাত সবাই মিলে
ভাগ করে খায় রোজ,
দিনের মাঝে সাতবার নেয়
আব্বা-মায়ের খোঁজ।
শিখেছে সে জীবন চলার
অমূল্য বীজ মন্ত্র,
সে বলে ভাই এইটা হলো
ভালবাসার তন্ত্র।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/39lwcas
Post Come trough : Nachole News | নাচোল নিউজ