রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
রাজধানীর সংসদ ভবন এলাকাসহ আশপাশের এলাকা ও প্রায় পুরো মিরপুরে মঙ্গলবার (২১ জুলাই) ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
জাতীয়
নিজস্ব প্রতিবেদকরাজধানীর সংসদ ভবন এলাকাসহ আশপাশের এলাকা ও প্রায় পুরো মিরপুরে মঙ্গলবার (২১ জুলাই) ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছয় ঘণ্টা রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এলাকাগুলো হল- সংসদ ভবন এলাকা, মনিপুরী পাড়া, আগারগাঁও, তালতলা, শ্যাওড়াপাড়া, পাইকপাড়া, পশ্চিম কাজীপাড়া, পীরেরবাগ, মিরপুর ১০ থেকে মনিপুরী পাড়া পর্যন্ত সড়কের পশ্চিম পাশ, শিশুমেলা থেকে আগারগাঁও পর্যন্ত এবং এর আশপাশের এলাকায় গ্যাস বন্ধ রাখা হবে।
এসব এলাকার আবাসিক, শিল্প, বাণিজ্যিক, সিএনজিসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
পূর্বপশ্চিমবিডি/এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/30uNQEK
Post Come trough : PURBOPOSHCIMBD