১৫ মণ ওজনের ‘রাজশাহী কিং’ বিক্রি হলো ৩ লাখে
রাজশাহী প্রতিনিধিরাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার আন্দুয়া গ্রামের স্কুল শিক্ষক নজরুল ইসলাম। কোরবানির ঈদ উপলক্ষ্যে তিনি বিক্রি করবেন বাড়িতে পালন করা একটি গরু। মূলত গরু পালনের কাজটি করেন তার স্ত্রী। শিক্ষকতার পাশাপাশি স্বামী-স্ত্রী মিলে গরু পালন তাদের একটি শখ।
গত ৪ বছর ধরে একটি শ্যামলা বর্ণের গরু পালন করেন। এখন এর ওজন প্রায় ১৫ মণ। কোরবানি ঈদে বিক্রি করবেন তারা। এই গরুটি অন্য গরুর চেয়ে বেশ মোটা, বড় ও ওজনে বেশী ও আকর্ষনীয় হওয়ায় তার নাম রাখা হয়েছে ‘রাজশাহী কিংস’। এমন গরু আছে প্রচার হলে তার বাড়িতে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ভিড় জমায়। এছাড়াও ক্রয় করতে লোক আসা শুরু করে।
শনিবার (১৮ জুলাই) সংবাদকর্মীরা তার বাসায় গেলে রাজশাহী শহর ও আশে পাশে হতে কিছু ক্রেতাও চলে আসে। এরই মাঝে রাজশাহী কিংস হিসেবে পরিচিত গরুটি বিক্রয়ের জন্য দাম দরও ঠিক হয়ে যায়।
রাজশাহী ও আশেপাশে হতে আসা কয়েকজন ক্রেতা জানান, আমরা গরুটির নাম শুনে এসেছি। দাম দরে আমাদের হলে গরুটি ক্রয় করতে চাই।
এদিকে রাজশাহী থেকে আসা হাবিব আহম্মেদ নামে এক ক্রেতা গরু পালনকারি শিক্ষক নজরুল ইসলামের সাথে দাম দরে হয়ে গেল তাৎক্ষণিক বিক্রি করে দেন।
ক্রেতা হাবিব আহম্মেদ বলেন, গরুটির ওজন ১৪ মণ হবে এই ধারণায় গরুটি ক্রয় করে নিলাম। তাছাড়া দাম দর যাই হোক কোরবানি করার উদ্দেশ্য নেওয়ায় দাম আর ওজনের দিকে তাকাইনি।
গরু পালন কারী ও বিক্রেতা শিক্ষক নজরুল ইসলাম বলেন, গরুটিকে সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে বড় করা হয়েছে। ধান, চালের কুড়া, ঘাস, কলা, কাঁঠাল ইত্যাদি খাইয়ে বড় করা হয়েছে। এর আগে অনেক ক্রেতা এসেছে বিক্রয় করা হয়নি। এই করোনায় সব দিকের অবস্থা খারাপ সবদিক বিবেচনা করে আমি গরুটি ৩ লাখ টাকায় বিক্রয় করে দিলাম। আশা করেছিলাম ৪ লাখ টাকা পাবো।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/39j9Q9E
Post Come trough : PURBOPOSHCIMBD