দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু
সারাদেশ
নোয়াখালী প্রতিনিধিদক্ষিণ আফ্রিকা সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মান্নান (৩০) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দক্ষিণ বারাহি নগর গ্রামের এছাক বেপারীর বাড়ির মফিজ উল্যার ছেলে। রোববার (৫ জুলাই) দক্ষিণ আফ্রিকার সময় বিকেল সাড়ে ৪টার দিকে জেমস টাউনের আলিয়ানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের প্রবাসী বন্ধু সাইফুল ইসলাম জানান, বড় ভাই আব্দুল হালিমের সাথে জেমস টাউনে সে বসবাস ও ব্যবসা করতো। ব্যবসায়ীক কাজে নিজ গাড়িতে করে যাওয়ার পথে জেমস টাউন এর আলিয়ানায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে গাড়িতেই তার মৃত্যু হয়।
পূর্বপশ্চিমবিডি/আরএইচ
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/3e1HEsC
Post Come trough : PURBOPOSHCIMBD