কুমিল্লা জেলার চান্দিনা থানার দম্পতি মিজানুর রহমান ও শিরিন আক্তারের ২ ছেলে কুমিল্লার মা ও শিশু হাসপাতালে অপরিপক্ক অবস্থায় জন্মগ্রহণ করে।NICU সে সাত দিন থাকার খরচ এর বিল যোগাতে না পেরে সদ্য জন্ম নেয়া সন্তানকে রেখে পালিয়ে যায় বাবা। বিষয়টির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি নজরে আসে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার স্বনামধন্য আ্যডিশনাল আইজি ডঃ মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার) এডমিন এন্ড অপারেশনস স্যার বিষয়টি কুমিল্লা জেলা পুলিশ সুপারকে অবহিত করে দিকনির্দেশনা দেন । তারপর কুমিল্লা জেলার পুলিশ সুপার কুমিল্লা জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব তানভীর সালেহীন ইমন (পিপিএম)এর মাধ্যমে তার বাবাকে বের করে আশ্বস্ত করেন যে তার সদ্য জন্ম নেয়া নবজাতক শিশুর সকল চিকিৎসার দায়িত্ব, খরচ বহন করবে কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম মহোদয়।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3fm0Oec
Post Come trough : Nachole News | নাচোল নিউজ