নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)। কয়েকদিন আগে কর্তৃপক্ষের উদাসীনতা, রক্ষণাবেক্ষন ও সংস্কারের অভাবে বেহাল দশা সেতু, এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়।
সংবাদ প্রকাশ হবার পর অবশেষে কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। শনিবার বিকেলে দেখা যায়, মহানন্দা নদীর উপর নির্মিত এ সেতুটির বারঘরিয়া প্রান্তের ব্লক দিয়ে বাঁধাই করা অংশ বৃষ্টির পানি গড়িয়ে যাবার কারণে বিশাল অংশ নিয়ে দেবে গিয়েছিল। এতে হুমকির মুখে পড়েছিল সংযোগ সড়কটি। এটি সংস্কারের কাজ জোর কদমে চলছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ জেড এম ফারহান দাউদ জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে কিছু জায়গায় দেবে গর্ত তৈরি হয়েছিল। সেগুলোও সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। কাজও শুরু হয়েছে।
তিনি আরও জানান, ২০-২৫ বছরের পুরোনো হবার জন্য রেলিংয়ের কিছু অংশে মরচে ধরছে। একসাথে সবগুলো পরিবর্তন করা যাবে না, তাই মরচে পড়ে খসে যাওয়া অংশ খুব শীঘ্রই মেরামতের কাজ শুরু করা হবে। -কপোত নবী।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3jDfRCF
Post Come trough : Nachole News | নাচোল নিউজ