লক্ষ্মীপুরে নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধিলক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে রিয়াজ মাজি (৪৮) নামের জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) নিহতের বাড়ি থেকে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এর আগে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার চরলক্ষ্মী গ্রামের বদ্দার নামক স্থানে মেঘনা নদীতে এঘটনা ঘটেছে।
নিহত রিয়াজ বরিশালের হিজলা এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
নিহতের স্ত্রী সুমি বেগম জানান, তার স্বামী রিয়াজ ৩০ বছর ধরে শশুর বাড়ীতেই দুই ছেলেকে নিয়ে বসবাস করছিলেন। প্রতিদিনের মত শুক্রবার সন্ধ্যায় নৌকায় ছোট ছেলেকে রেখে মেঘনায় পুথি জাল দিয়ে মাছ ধরছিলেন।
এসময় শরীরের সাথে জাল আটকে গিয়ে নদীর স্রোতের টানে আটকে যায়। ছেলের চিৎকারে অন্য জেলেরা মৃত অবস্থায় রিয়াজকে উদ্ধার করে রাতে বাড়িতে নিয়ে আসে।
দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরাজি বলেন, জেলে রিয়াজ ভালো মানুষ ছিলেন। পরিবারের উপার্জনের একমাত্র ব্যক্তি ছিলেন তিনি।
রায়পুরের উত্তর ও দক্ষিণ চরবংশী হাজিমারা ফাঁড়ির পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যুর সংবাদ শুক্রবার রাতে শুনে শনিবার সকালে বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। এঘটনায় নিহত জেলের স্ত্রী সুমি সাধারণ ডায়রি করেছেন।
পূর্বপশ্চিমবিডি/আরএইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/2Oh0D7Y
Post Come trough : PURBOPOSHCIMBD