রোনা আক্রান্ত || দুটি ল্যাবের ৭০ জন পজিটিভ
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : রাজশাহী ও ঢাকা থেকে আসা করোনা টেস্ট রিপোর্ট এ চাঁপাইনবাবগঞ্জে একদিনে রেকর্ড পরিমান ৭০ জন পজিটিভ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪০২জন। শনিবার রাতে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার রাজশাহী থেকে আসা ২৯টি নমূনার মধ্যে ৯ জন ও ঢাকা থেকে আসা ২৯৬টি নমূনায় ৬১জনসহ মোট ৩২৫টি নমূনার ফলাফলে ৭০ জন শনাক্ত হন।
এর মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ৯ জন শনাক্তের মধ্যে সদরের ১ ও শিবগঞ্জের ৮ জন রয়েছেন। ঢাকা থেকে আসা অপর ৬১ জন শনাক্তের উপজেলা ভিত্তিক পূর্ণ তথ্য পরে জানানো হবে।
সিভিল সার্জন আরও জানান, চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রফিকুল ইসলাম ও খাইরুল আলম নামে আরও দু’জনের মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার ২৩ জুলাই উপসর্গ নিয়ে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলার বাসিন্দা রফিকুলের মৃুত্য হয়।
এর আগে গত বুধবার ২২ জলাই রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে শিবগঞ্জের চকঘোড়াপাখিয়া গ্রামের খাইরুল আলমের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে মৃত ৪ জনের মধ্যে মৃত্যুর পর শনাক্ত হলেন ৩ জন।
এদিকে গত শুক্রবার পর্যন্ত শনাক্তদের মধ্যে সূস্থ হয়েছেন ১৫৩ জন। সূস্থদের মধ্যে সদরের ৫৬,শিবগঞ্জের ৩৭,গোমস্তাপুরের ৩০,নাচোলের ১৮ ও ভোলাহাটের ১২ জন রয়েছেন। -কপোত নবী।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3g5YisM
Post Come trough : Nachole News | নাচোল নিউজ