শৈলকুপা (ঝিনাইদহ): টিপু সুলতান
গড়াই নদীর ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১০ জুলাই) জুম্মা নামাজ বাদ উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড়–রিয়া গ্রামবাসী নদী পাড়ে দাড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে যোগ দেন ওই গ্রামের দুই শতাধিক বিভিন্ন শ্রেণীপেশার এবং বাড়িঘর, জমি হারানো ভুক্তভুগেী পরিবারের সদস্যরা। এলাকাবাসীর দাবি, প্রতিবছর গড়াই নদীর অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে তাদের বসতবাড়ি ও শত শত বিঘা ফসলি জমি। মুছে যেতে বসেছে বড়–রিয়া গ্রামের অস্তিত্ব। ভাঙন রোধে কোন ব্যবস্থা না নেয়ায় ইতিমধ্যে সুন্দর গ্রামটি প্রায় বিলীন হয়ে গেছে। গ্রামবাসীর দাবি দ্রুত বেড়িবাঁধ নির্মাণ করে বড়–রিয়া গ্রামটিকে বাঁচাতে। এছাড়া গড়াই নদীর ভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/301qp5F
Post Come trough : Nachole News | নাচোল নিউজ