ট্রেইসি বেসমার
৬ এপ্রিল, ২০২০
টমেটো গাছের সবচেয়ে ভালো ব্যাপার হলো যেকোনো জায়গায়ই এটা কাণ্ডসহ মূল বা শেকড় তৈরি করতে পারে।
আপনি যদি কখনো টমেটো গাছের কাণ্ডের নিচের দিকের স্ফীত অংশটা দেখে থাকেন, সেগুলি মূলত মূলে পরিণত হওয়ার অপেক্ষায় আছে। এদের বৈজ্ঞানিক নাম ‘রুট প্রিমর্ডিয়া’।
সাধারণত টমেটো গাছ যখন স্ট্রেসড থাকে, তখনই এই স্ফীত অংশগুলির দেখা মেলে। এই কারণে চারা সবসময় মাটিতে গভীর ও ভালোভাবে রোপণ করা উচিত। এই নতুন মূলগুলি থেকে প্রচুর নতুন সুস্থ চারা হবে।
ছেদকৃত পাতা বা কাণ্ড থেকে টমেটোর মূল উৎপাদন করতে পারেন
আমি একবার দুর্ঘটনাবশত একটা টমেটো গাছ দুইভাগ করে ফেলেছিলাম। তখন ওপরের অর্ধেক আবার মাটিতে রোপণ করে গাছটিকে বাঁচিয়েছিলাম।
আরো পড়ুন: ‘কম্পোস্ট টি’―গাছের জন্য এই পুষ্টিকর লিকুইডটি তৈরি করবেন যেভাবে
আপনি যদি তুলে ফেলে চোষক থেকে নতুন টমেটো চারা উৎপাদন করতে চান বা আপনার বন্ধুর কাছে যে বিরল প্রজাতির টমেটো গাছ আছে সেটা উৎপাদন করতে চান, এক্ষেত্রে কিছু ক্লোন তৈরি করে ফেলা খুবই সহজ।
প্রথম ধাপ―টমেটোর চোষক বা পার্শ্ববর্তী কোনো শাখা অপসারণ করুন
উচ্চ ফলনশীল টমেটোর চারা উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো চোষক বা কোনো পার্শ্ববর্তী শাখা অপসারণ করা। চোষকও পার্শ্ববর্তী শাখা, যা মূল কাণ্ড ও একটি শাখার সংযোগস্থল বা ক্রচ থেকে বের হয়। নিচে যেমনটা দেখা যাচ্ছে:
কাটা অংশ থেকে ক্লোন করার জন্য কাটার আগে চোষককে ৬ ইঞ্চি বা তার বেশি বড় হতে দিতে হবে―যদিও সুস্থ, ফলনশীল টমেটো গাছ উৎপাদনের জন্য চোষক বের হওয়া মাত্রই তা অপসারণ করা উচিত।
দ্বিতীয় ধাপ―টমেটো গাছ থেকে কেটে নেওয়া অংশটি রোপণ করুন
মাটিতে লাগানোর আগে টমেটো গাছের কাটা অংশটিকে পানিতে ভিজিয়ে রাখতে পারেন, মূল তৈরি হওয়ার জন্যে। অথবা সোজা গিয়ে কাটা অংশ মাটিতে লাগিয়ে দিতে পারেন।
পানিতে রাখবেন না মাটিতে লাগাবেন?
পানিতে টমেটোর চারা লাগানো বেশ সহজ। কমপক্ষে ছয় ইঞ্চি লম্বা অংকুর নিয়ে এক কাপ পানিতে গোড়ার দিকটা রেখে দিন। পানিতে যাতে কোনো পাতা না থাকে সেদিকে খেয়াল রাখুন, নাহলে পচে যাবে। প্রয়োজনে পাতাগুলি ছিঁড়ে ফেলুন। কান্ডের গোড়াটা শুধুমাত্র পানিতে ডুবে থাকবে।
এক থেকে দুই সপ্তাহের মধ্যে আপনি নতুন মূল দেখতে পাবেন। এবার আপনার বিকশিত চারাটিকে নিয়ে মাটিতে রোপণ করতে পারেন।
যেহেতু টমেটো গাছে প্রাকৃতিকভাবেই কাণ্ডসহ মূল উৎপন্ন হয়, আপনি সহজেই তা আলগা মাটিতে স্থাপন করতে পারবেন। এখন শুধু আপনার নতুন টমেটো ক্লোনটির সময় নিয়ে যত্ন নিন আর নিয়মিত পর্যাপ্ত পানি দিন।
দুইটা পদ্ধতিই ভালোভাবে কাজ করে, তবে আমি কাটা অংশ সরাসরি মাটিতে রোপণ করতে পছন্দ করি, এতে ঝামেলা কম।
কিন্তু বিশেষ করে কাটা আংশ যদি ছোট হয়, তাহলে হয়ত আমি এটাকে প্রথমে পানিতে রেখে দেব। সরাসরি বাগানে রোপণের আগে বরং একটা পটে আলগা মাটিতে লাগিয়ে কিছুটা বড় করে নিন।
কাণ্ডকে সরাসরি আলগা মাটিতে রোপণ করার সুবিধা হচ্ছে নতুন চারা বড় হতে ও তা থেকে টমেটো উৎপাদন করতে সময় কম লাগে।
আরো পড়ুন: বিলুপ্ত গাছ আর প্রাণিদের ফিরিয়ে আনতে পুনর্জঙ্গলায়ন
যেহেতু টমেটোতে স্বপরাগায়ন হয়, আপনি এর কিছু অংশ কেটে নিয়ে ঘরের ভেতরও টমেটো উৎপাদন করতে পারবেন।
সেগুলিতে নিয়মিত সার দিতে হবে। ফুলওয়ালা কাণ্ডগুলিকে পরাগায়ণের সুবিধার্থে দিনে একবার নেড়ে দিন। বা হাতে পরাগায়ণের অন্যান্য কৌশল অবলম্বন করুন। তাহলে শীতের মাঝামাঝি সময়ের মধ্যেই নিজের ফলানো ফ্রেশ টমেটো খেতে পারবেন।
সূত্র. রুরাল স্প্রাউট
অনুবাদ. জোহানা আফরিন নিশো
The post কাটা অংশ থেকে যেভাবে টমেটোর চারা উৎপাদন করবেন appeared first on সাম্প্রতিক.
Post Written by : সাম্প্রতিক ডেস্ক
Origilan Post URL : https://ift.tt/2P0LAzH Post Come trough : সাম্প্রতিক