স্বজনদের দেখতে যুক্তরাজ্যে গিয়ে মারা গেলেন করোনায়
গত ২৮ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডনে পৌঁছান তারা।
সারাদেশ
মৌলভীবাজার সংবাদদাতাসম্প্রতি যুক্তরাজ্যে ছেলে, পুত্রবধূ আর নাতি-নাতনিদের দেখতে যান মুহিবুর রহমান (৮০) ও সামছুন্নেছা (৭০) দম্পতি। সেখানে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় সামছুন্নেছা অসুস্থ হয়ে পড়েন। পরে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। স্থানীয় সময় শুক্রবার (১০ জুলাই) ভোরে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তাদের বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের টালিয়াউরা গ্রামে। আগে থেকে তাদের ছোট ছেলে দেলোয়ার হোসেন স্ত্রী-সন্তান নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে স্থায়ীভাবে বসবাস করেন।
মোবাইল ফোনে দেলোয়ার হোসেন বলেন, গত ২৮ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডনে পৌঁছান তারা। দুইজন হোম কোয়ারেন্টিনে ছিলেন। এর দুই দিন পর মার জ্বর আসে। স্থানীয় হাসপাতালে পরীক্ষার পর তার করোনাভাইরাস শনাক্ত হয়।
দেলোয়ার জানান, তার মা শ্বাসকষ্টসহ কিছু শারীরিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন। হাসপাতালে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার তিন সন্তান। সন্তানেরা দাদা-দাদিকে কাছে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠে। আমার মায়েরও খুব ইচ্ছা ছিল নাতি-নাতনিদের কোলে নিয়ে আদর করবেন। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলায় তা সম্ভব হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত তিনি মারাই গেলেন।’’
জানাজা শেষে সেখানের একটি গোরস্থানে লাশ দাফন করা হয় বলে জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3ekeipc
Post Come trough : PURBOPOSHCIMBD