অপেক্ষায় জয়া আহসান
বিনোদন ডেস্ককরোনাভাইরাসের কারণে স্থবির হয়ে আছে পুরো বিশ্ব। আটকে আছে বিনোদনের মাধ্যমও। এরমধ্যেও অনেকে কাজ করছেন। এদিকে করোনা মহামারির জন্য দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সকল কাজকর্মও আটকে আছে বলে জানান তিনি। আটকে আছে তার পাঁচটি ছবি। যা করোনার এ পরিস্থিতির কারণে মুক্তি পাচ্ছে না। ছবিগুলো হচ্ছে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’, সায়ন্তন মুখোপাধ্যায়ের ‘ঝরা পালক’, সৌকর্য্য ঘোষালের ‘ভূতপরী’, নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ ও মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’।
এ বিষয়ে জয়া জানান, পাঁচটি ছবির সবক’টিরই কাজ প্রায় শেষ। মুক্তির বিষয়ে এখনই জানা যাচ্ছে না কিছুই। কারণ পৃথিবীর অবস্থা ভালো নেই। এই অবস্থায় ছবিও মুক্তি পাবে না।
তবে করোনার এই পরিস্থিতিতেও জয়া একটি সুখবর দিলেন। আগামী সেপ্টেম্বরে শুরু হচ্ছে তার নতুন ছবি ‘অসতো মা সদগময়’ ছবির শুটিং। করোনাভাইরাসের গল্প নিয়ে এই ছবিটি নির্মিত হবে। এটি পরিচালনা করবেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবিতে জয়া জুটি বাঁধবেন প্রসেনজিতের সঙ্গে। এটি এই জুটির দ্বিতীয় ছবি। এর আগে তাদের দেখা গেছে অতনু ঘোষের ‘রবিবার’ ছবিতে।
নতুন ছবি প্রসঙ্গে জয়া বলেন, করোনাভাইরাসের এই সময়ে আতঙ্ক, আশঙ্কা আর অনিশ্চয়তা মানুষের মনে যে ছায়া ফেলেছে সেই গল্প নিয়ে এই ছবি। এখানে পাঁচটি চরিত্র আছে। তারমধ্যে আমার একটি চরিত্র। বেশ সুন্দর গল্প, আমার চরিত্রটিও মনে ধরেছে। সে কারণেই ছবিটি করছি। আশা করছি ততদিনে করোনা পরিস্থিতির উন্নতি হবে। সেই অপেক্ষাতেই আছি।
এদিকে চলচ্চিত্রে ব্যস্ত হওয়ার পর ছোট পর্দায় দর্শকরা জয়াকে পায়নি গেল সাতটি বছর। এবার তার ব্যতিক্রম হচ্ছে। ঈদে ছোট পর্দায় থাকছেন এই অভিনেত্রী। ঈদে আরটিভিতে প্রচার হবে তার অভিনীত ‘স্বপ্ন ভঙ্গ’ শিরোনামের একটি নাটক। জানা যায়, সাত বছর আগেই এই নাটকের শুটিং করেন অভিনেত্রী জয়া। নাটকটি পরিচালনা করেছেন প্রয়াত আসফাক।
পূর্বপশ্চিমবিডি/এসএস
Post Written by :
Original Post URL : https://ift.tt/2CyvA5t
Post Come trough : PURBOPOSHCIMBD