৩ বছর ধরে প্রতিরাতে কলেজ থেকে ভেসে আসে কান্নার শব্দ!
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কআধুনিক বিশ্বে ভূতের আতঙ্ক নিছক গল্পই। এর বাস্তবতা অনেকের মনে সংশয় থাকলেও পৃথিবীর কোনো কোনো অঞ্চলে এখনো শোনা যায় নানা ভৌতিক ঘটনার কথা। এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের কল্যাণগড় গ্রামে।
ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, গ্রামের মানুষের এই আতঙ্ক অনেক দিন ঘরে বন্ধ থাকা একটি কলেজ ভবনকে ঘিরে। অনেক দিন ধরে বন্ধ থাকায় সেখানে ভূতের বসবাস বলে দাবি গ্রামের মানুষের। সেখানে ভৌতিক নানা ঘটনা ঘটছে বলেও জানান বাসিন্দারা। গুরুতর অভিযোগ সেই ভবন থেকে রাতে ভেসে আসে কান্নার শব্দ। রাত বাড়তে থাকলে বাড়ে এই কান্নার শব্দও। অভিযোগ গড়িয়েছে থানা পর্যন্ত। ঘটনার বিস্তারিত জানতে উপস্থিত হয় অশোকনগর থানা পুলিশ।
গত তিন বছরের বেশি সময় ধরে গ্রামবাসী এই আতঙ্ক নিয়ে চলছে বলে জানা গেছে। করোনার কারণে এলাকায় মানুষের চলাচল কমে যাওয়ায় এই আওয়াজ আরও বেড়েছে বলে জানিয়েছে এলাকার মানুষ। এতেই খবরের কাগজে উঠে এসেছে এই ঘটনার বিবরণ।
পুলিশকে কয়েকজন জানান, কান্নার শব্দ শোনার পরপরই তারা ভেতরে ঢুকে দেখার চেষ্টা করেছেন কেউ আছে কিনা। তবে কাউকে দেখতে না পেয়ে তারা আরো আতঙ্কিত হয়ে পড়েন। এই অবস্থা গত ৬ মাস যাবত বাড়ছে প্রতিদিন। তাই এলাকার মানুষের মধ্যেও আতঙ্কও বাড়ছে।
পুলিশের কাছে কেউ অভিযোগ করেছেন, নারীর কান্না শুনতে পাওয়ার কথা আবার কেউ বলেছেন ঘোঁঙ্গানির শব্দ শুনতে পাওয়ার কথা। তবে স্থানীয় পুলিশ ও বিজ্ঞানীরা কলেজটি ভালোভাবে পর্যবেক্ষণ করেও কোনো কূল কিনারা করতে পারেন নাই।
পূর্বপশ্চিমবিডি/জেডআই
Post Written by :
Original Post URL : https://ift.tt/32WJdWW
Post Come trough : PURBOPOSHCIMBD