শাহেদকে ডিবিতে হস্তান্তর
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ও রিজেন্ট হাসপাতালের মালিক মো. শাহেদকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদকরিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ও রিজেন্ট হাসপাতালের মালিক মো. শাহেদকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকাল ৫টার দিকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে হস্তান্তর করে র্যাব। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
তিনি জানান, গ্রেপ্তারের পর শাহেদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তদন্তকারী সংস্থা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। মামলাটি এখন ডিবিতে রয়েছে।
এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তরা বিভাগ) উপকমিশনার মো. শফিকুল আলম বলেন, মঙ্গলবার শাহেদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারের পর আজ (বুধবার) বিকালে আসামি শাহেদকে হস্তান্তর করা হলো। এর আগে, রিজেন্টের এমডি মাসুদ পারভেজকেও হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, প্রতারণাসহ নানা অপকর্মের ঘটনায় ইতোপূর্বে শাহেদের বিরুদ্ধে প্রায় ৫০টি মামলার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সর্বশেষ করোনা ভাইরাসের ভুয়া টেস্ট ও জাল সনদ প্রদানের ঘটনায় বুধবার ভোরে ছদ্মবেশে ভারতে পালানোর সময় দেবহাটার শাঁখরা কোমরপুর সীমান্ত থেকে সাহেদকে অবৈধ অস্ত্রসহ বোরকা পরা অবস্থায় গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
পূর্বপশ্চিম-এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/3ey3iF1
Post Come trough : PURBOPOSHCIMBD