বিশ্বে করোনায় মৃত ৫ লাখ ৩৮ হাজার ৬০০ জন
পূর্বপশ্চিম ডেস্কবৈশ্বিক মহামারি করোনায় প্রাণঘাতি ভাইরাসটির আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা এখন ১ কোটি ১৬ লাখ ৬০ হাজার ৩৬৭ জন। মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৮ হাজার ৬০০ জনের।
সোমবার (৬ জুলাই) রাত ১টায় বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য পাওয়া গেছে।
এতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১১ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৬৫ লাখ ৮২ হাজার ৯৭৭ জন সুস্থ হয়ে উঠেছে।বর্তমানে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ১৫ হাজার ৮৪২ জন। ৫৮ হাজার ৭১২ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ৯৬ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো তিন হাজার ২০১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট এক লাখ ৬৫ হাজার ৬১৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
পূর্বপশ্চিম এন/ই
Post Written by :
Original Post URL : https://ift.tt/323Gg6v
Post Come trough : PURBOPOSHCIMBD