করোনার উপসর্গ নিয়ে ৬ বছরের শিশুর মৃত্যু
করোনার উপসর্গ নিয়ে ছয় বছরের একটি শিশু মারা গেছে। শিশুটির নাম আবু মুছা। সে জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে।
সারাদেশ
সাতক্ষীরা প্রতিনিধিকরোনার উপসর্গ নিয়ে ছয় বছরের একটি শিশু মারা গেছে। শিশুটির নাম আবু মুছা। সে জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা দুইটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় তাকে নিয়ে আসা হয়।
হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার মণ্ডল জানান, শিশুটিকে বেলা দুইটার দিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে দেখা যায়, সে মারা গেছে। শিশুটির নমুনা নেওয়া হয়েছে। সার্বিক বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সিভিল সার্জন কার্যালয়ে জানানো হয়েছে।
শিশুটির স্বজনদের বরাত দিয়ে মানস কুমার মণ্ডল বলেন, শিশুটির কয়েক দিন ধরে জ্বর ছিল। হঠাৎ করে বুধবার রাত থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়। আজ তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসা হয়।
সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত কুমার জানান, স্বাস্থ্যবিধি মেনে শিশুটির দাফন করতে বলা হয়েছে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।
এ নিয়ে বৃহস্পতিবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন মারা গেলেন। এর আগে সকালে সদর উপজেলার একজন কৃষক ও তালা উপজেলার আরেকজন কৃষক করোনার উপসর্গ নিয়ে মারা যান।
পূর্বপশ্চিম-এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/391R9aj
Post Come trough : PURBOPOSHCIMBD