নকল মাস্ককাণ্ডে মুখ খুলছেন ছাত্রলীগ নেত্রী শারমিন
নিজস্ব প্রতিবেদকবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সরবরাহের প্রথম দুই লটের মাস্ক আমদানি করা হলেও বাকিগুলো স্থানীয়ভাবে তৈরি করা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও ছাত্রলীগের সাবেক নেত্রী শারমিন জাহান। সোমবার (২৭ জুলাই) তদন্ত-সংশ্লিষ্টরা এসব তথ্য জানিয়েছেন।
নকল ও ত্রুটিপূর্ণ মাস্ক সরবরাহকারী শারমিনকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার ছিল রিমান্ডের দ্বিতীয় দিন।
তদন্ত-সংশ্লিষ্টরা জানান, মাস্ক নিয়ে মুখ খুলছেন শারমিন। তার দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। তিনি কোথা থেকে এবং কার মাধ্যমে মাস্ক সংগ্রহ ও সরবরাহ করেছেন, এসব জানার চেষ্টা চলছে।
তারা বলছেন, প্রথম দুই লটের মাস্ক চীন থেকে আমদানি করা হলেও বাকি মাস্কগুলো স্থানীয়ভাবে তৈরি করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও লোকজন জড়িত রয়েছে। তাদের শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মাস্ক সরবরাহ করতে গিয়ে অবৈধ পন্থা অবলম্বন করেছেন শারমিন। প্রথম দুই লটে আসল ‘এন-৯৫’ মাস্ক দিলেও পরবর্তী সময়ে লটে নকল ‘এন-৯৫’ মাস্ক দেওয়া হয়েছে।
ডিবির তদন্ত-সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলছেন, শারমিন বিএসএমএমইউ থেকে কীভাবে মাস্ক সরবরাহের কাজটি বাগিয়ে নিয়েছেন তা জানার চেষ্টা চলছে। তার এই জালিয়াতির সঙ্গে বিএসএমএমইউর কোনো ব্যক্তি বা গোষ্ঠী জড়িত রয়েছে কি না তাও জানার চেষ্টা চলছে।
এর আগে গত ২৩ জুলাই নকল ও ত্রুটিপূর্ণ মাস্ক সরবরাহের কারণে অপরাজিতা ইন্টারন্যাশনালের কর্ণধার শারমিন জাহানের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করেন বিএসএমএমইউ’র প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ। ২৪ জুলাই রাজধানীর শাহবাগ থেকে শারমিনকে গ্রেপ্তার করে ডিবি। ২৫ জুলাই শারমিনের তিন দিন রিমান্ড মঞ্জুর করে আদালত।
শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসন-১ শাখার সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। গ্রেপ্তারের পর তাকে ঢাবির সহকারী রেজিস্ট্রার পদ থেকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর করা শারমিন ২০০২ সালে ছাত্রলীগের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল শাখার সভাপতি নির্বাচিত হন। আওয়ামী লীগের গত কমিটিতে তিনি মহিলা ও শিশুবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ছিলেন।
শারমিন ২০১৬ সালের ৩০ জুন স্কলারশিপ নিয়ে চীনের উহানের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। গত ২৩ জানুয়ারি থেকে উহানে লকডাউন শুরু হলে তিনি দেশে ফিরে আসেন। তার শিক্ষা ছুটির মেয়াদ এখনো শেষ হয়নি বলে জানা গেছে। এর মধ্যে চীনে থাকা অবস্থায় ২০১৯ সালের মার্চে অপরাজিতা ইন্টারন্যাশনাল নামে সরবরাহকারী হিসেবে ব্যবসা শুরু করেন তিনি।
পূর্বপশ্চিমবিডি/জেডআই
Post Written by :
Original Post URL : https://ift.tt/3jOCgwK
Post Come trough : PURBOPOSHCIMBD