নরসিংদীর পলাশে প্রাণ ফ্যাক্টরিতে অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বাজার জাতকরণের অভিযোগে দশ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলার ডাঙ্গা এলাকায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রাণ চরকা ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ড্রাগস সুপারসহ র্যাব ১১ এর একটি অভিযানিক দল নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। বিপুল পরিমাণ অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার জব্দ করে ধ্বংস করা হয়েছে।
এছাড়া কোম্পানির হবিগঞ্জ কারখানায় উৎপাদনের অনুমতি থাকলেও সার্জিক্যাল মাস্ক পলাশের চরকা কারখানায় উৎপাদন করছিলো প্রতিষ্ঠানটি। পরবর্তীতে এসব পণ্য অনুমোদন ছাড়া উৎপাদন না করার শর্তে মুচলেকা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এ ব্যাপারে জানতে চাইলে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (প্রশাসন) মোস্তাক আহমেদ জানান, অফিসের বাইরে থাকায় তিনি বিস্তারিত কিছু জানেন না।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3hlMWky
Post Come trough : Nachole News | নাচোল নিউজ