সুন্দরবনে বাঘের মৃত্যু
সুন্দরবনের বাংলাদেশ অংশে একটি বাঘের মৃত্যু হয়েছে। বনবিভাগের আন্ধারমানিক ক্যাম্পের পাশ থেকে শুক্রবার বিকেলে বাঘটির মরদেহ উদ্ধার করা হয়।
সারাদেশ
খুলনা প্রতিনিধিসুন্দরবনের বাংলাদেশ অংশে একটি বাঘের মৃত্যু হয়েছে। বনবিভাগের আন্ধারমানিক ক্যাম্পের পাশ থেকে শুক্রবার বিকেলে বাঘটির মরদেহ উদ্ধার করা হয়।
রোববার (১২ জুলাই) সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল আল মামুন বাঘের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বনবিভাগের ভেটেরিনারী সার্জন মৃত বাঘটির ময়নাতদন্ত করেন।
বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল আল মামুন জানান, মারা যাওয়ার কারণ অনুসন্ধানে বাঘের শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। এটি ঢাকায় ফরেনসিক বিভাগে পাঠানো হবে।
তিনি জানান, এক সপ্তাহ ধরে বাঘিনীটি বনবিভাগের ক্যাম্পের আশপাশেই ঘুরছিল। এর একটি পায়ে ক্ষত ছিল। হয়তো শিকার ধরতে না পেরে খাবারের অভাবে মারা গেছে। বাঘটির বয়স প্রায় ১৪-১৫ বছর।
বশিরুল আল মামুন বলেন, ধারণা করছি কুমিরের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছিল বাঘটি। এটির পেছনের বাম পায়ে এবং সামনের ডান পায়ে আঘাত ছিল। অনেক আগে হওয়াতে চামড়ায় পচন ধরেছিল। এরপরও আমরা এটির চামড়া সংগ্রহ করেছি।
বাঘ গবেষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এ আজিজ বলেন, সুন্দরবনে কুমিরের সঙ্গে বাঘের সংঘর্ষ হওয়ার মতো সুযোগ নেই। এমন কোন ঘটনা ঘটার নজিরও নেই। তবে বাঘিনীটি অন্য কোন কারণে মারা যেতে পারে।
তিনি বলেন, বাঘিনীটি পায়ে আঘাত যদি থাকে তবে সেটি কুমির নয়, হরিণ শিকারের জন্য পাতা ফাঁদে আটকে আঘাত পেতে পারে। সুন্দরবনে বাঘকে টিকিয়ে রাখতে বাঘ মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের ওপর জোর দেন অধ্যাপক এম এ আজিজ।
২০১৯ সালে বাংলাদেশ বনবিভাগের বাঘ জরিপে সুন্দরবনে বাংলাদেশ অংশে ১১৪টি বাঘের বিচরণ রয়েছে বলে জানানো হয়। কিন্তু এরপর সুন্দরবনে দুটি বাঘ মারা যাওয়ার ঘটনা ঘটে।
পূর্বপশ্চিম-এইচএইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/32at0Ne
Post Come trough : PURBOPOSHCIMBD