বিশ্বের প্রথম করোনার টিকার সফল ট্রায়াল রাশিয়ায়!
আন্তর্জাতিক ডেস্ককরোনাভাইরাসের টিকা আবিস্কারের চেষ্টা অব্যাহত রেখেছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। বিশ্বে প্রায় ১০০টি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এরইমধ্যে করোনার টিকা আবিষ্কারে একধাপ এগিয়ে গেলো রাশিয়া। রোববার (১২ জুলাই) মস্কোতে অবস্থিত রাশিয়ার রাষ্ট্রীয় মেডিকেল বিশ্ববিদ্যালয় (শেছনোভ বিশ্ববিদ্যালয়) ঘোষণা দিয়েছে তারা বিশ্বে প্রথম করোনাভাইরাসের টিকার সফল ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করেছে। এখন তারা পরবর্তী ধাপে কাজ শুরু করবেন।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এক দল স্বেচ্ছাসেবকের উপরে এই ট্রায়াল চালানো হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের প্রথম দলকে আগামী বুধবার ছেড়ে দেওয়া হতে পারে। আর দ্বিতীয় দলটি আগামী ২০ জুলাই বাড়িতে ফিরতে পারবেন।
তাদের এই ট্রায়াল শুরু হয়েছিল ১৮ জুন। এমনটাই জানিয়েছেন স্টেট মেডিকেল ইউনিভার্সিটির ট্রান্সলেশন মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের পরিচালক ভাদিম তারাসোভ।
তিনি বলেছেন, শেছনোভ বিশ্ববিদ্যালয় স্বেচ্ছাসেবকদের ওপর বিশ্বের প্রথম করোনাভাইরাসের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করেছে। এই টিকাটি যে নিরাপদ সেটা আমরা নিশ্চিত হতে পেরেছি ট্রায়ালের মাধ্যমে। যেসব টিকা এখন বাজারে আছে সেটার অনুরূপ এটি।
তাদের এই ট্রায়ালের উদ্দেশ্য ছিল যে এই টিকাটি মানবদেহের জন্য নিরাপদ কিনা সেটা যাচাই করা। সেটা তারা ভালোভাবেই সম্পন্ন করতে পেরেছে। এখন তারা এই টিকার উন্নয়নে কাজ করবে। কিভাবে আরও কার্যকরী করে তোলা যায়, কিভাবে জটিলতা কমিয়ে করোনার বিরুদ্ধে কার্যকরী করা যায়, সেটা নিয়ে কাজ করবে।
এর আগে রেমডেসিভির নিয়ে আশার আলো দেখা গিয়েছিল। পরে ইটালি দাবি করেছিল, তারা আবিষ্কার করে ফেলেছেন কোভিড-১৯ এর ভ্যাকসিন বা টিকা। এই টিকা পরীক্ষার পর আশানুরূপ ফল মিলেছে বলে দাবি বিজ্ঞানীদের। এর আগেও একাধিকবার করোনাভাইরাসের ভ্যাকসিন অথবা প্রতিষেধক তৈরির খবর সামনে এসেছে। আবার পরে তা হতাশও করেছে। তবে রুশ বিজ্ঞানীদের এদিনের দাবি সত্যি হলে করোনার বিরুদ্ধে চলতি যুদ্ধে জয় নিশ্চিত বলে মত বিশেষজ্ঞদের।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/32ikFaa
Post Come trough : PURBOPOSHCIMBD