যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৬ হাজার
দুই-তিন দিনের ব্যবধানে ফের ৭০ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত দেখল যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
আন্তর্জাতিক ডেস্কদুই-তিন দিনের ব্যবধানে ফের ৭০ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত দেখল যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে আটটা (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ৭৬ হাজার ৫৭০ জন মানুষের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।
এই নিয়ে টানা ১০ দিন ৬০ হাজারের বেশি আক্রান্ত দেখল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি। তাতে মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ।
সবশেষ একদিনে করোনায় আক্রান্তদের মধ্যে চব্বিশ ঘণ্টায় আরও ১ হাজার ২২৫ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ১৬৭ জনে। আক্রান্তের মতো মৃত্যুর তালিকায়ও অনেক আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র।
দেশটিতে নতুন সংক্রমণ বেশি দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলে। টেক্সাস, ক্যালিফোর্নিয়া, আলাবামা, ইদাহো ও ফ্লোরিডা থেকে একদিনে রেকর্ড মৃত্যুর খবর এসেছে।
ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, যুক্তরাষ্ট্রে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা আরও বেশি। আক্রান্ত ৪১ লাখ ৭০ হাজার ছুঁই ছুঁই। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ছুঁই ছুঁই।
পূর্বপশ্চিমবিডি/এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/2E6PBjI
Post Come trough : PURBOPOSHCIMBD