চাঁদা তুলে হিন্দু ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করলেন মুসলমান প্রতিবেশীরা
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কটাকার অভাবে এক দরিদ্র হিন্দু ব্যক্তির শেষ যাত্রা সম্পন্ন করা যাচ্ছিল না। এসময় পাশে এগিয়ে এসে চাঁদা তুলে তার শেষকৃত্য সম্পন্ন করলেন মুসলমান প্রতিবেশীরা। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, বেশ বছর কয়েক ধরে বয়সজনিত অসুখে ভুগছিলেন পশ্চিমবঙ্গের রানিতলা থানার নশিপুর মানিকডাঙার বাসিন্দা গোপাল মন্ডল। রোববার (২৬ জুলাই) সকালে তার মৃত্যু হয়।
তার স্ত্রী শোভাদেবী বলেন, স্বামীর সৎকার কিভাবে করব, তাই বুঝে উঠতে পারছিলাম না। সে টাকাও নেই আমাদের।
জিয়াগঞ্জ শ্মশানে আনার জন্য গাড়ি ভাড়া, শ্মশানে দাহকাজের খরচ সহ সব মিলে হাজার কয়েক টাকা খরচ হবে। অবশেষে গোপালের অন্ত্যেষ্টিতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দা মাসাদুল হল, আফরিন শেখ, ইয়াকুব আলি সহ বেশ কয়েকজন। তারপর তারা নিজেরা চাঁদা তোলেন গ্রামে। এগিয়ে আসেন গ্রামের বাসিন্দারাও।
স্থানীয় সূত্রে খবর, রানিতলা থানার পশ্চিমবঙ্গের নশিপুরের মানিকডাঙা মুসলমান সংখ্যাগরিষ্ঠ গ্রাম। তার মধ্যে কয়েকটি হাতে গোনা হিন্দু পরিবার রয়েছে। এদিন বাঁশ কাটা থেকে গাড়ি ভাড়া সব কাজেই হাত লাগিয়েছেন আরফিনরা। জিয়াগঞ্জ শ্মশানেও এসেছিলেন ইয়াকুব আলি, আফরিন শেখরা। শ্রাদ্ধেও গোপালের পরিবারের পাশে তারা দাঁড়াবেন বলেই জানিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ভগবানগোলা-২ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মকর্তা মিজানুল হক বলেন, গোপালকাকা আমাদের গ্রামের বাসিন্দা। আমরা শুনেই গ্রামের বাসিন্দা উপেন মণ্ডল, সুরেশ মণ্ডলকে নিয়ে আলোচনা করে সঙ্গে সঙ্গে হাত লাগাই।
পূর্বপশ্চিমবিডি/জেডআই
Post Written by :
Original Post URL : https://ift.tt/3g6U5oK
Post Come trough : PURBOPOSHCIMBD