যুক্তরাজ্যের ৮০ শতাংশ করোনা রোগীর উপসর্গ নেই: জরিপ
করোনা পজিটিভ আসা ব্যক্তিদের মধ্যে মাত্র মাত্র ২২ শতাংশের নমুনা পরীক্ষার দিন পর্যন্ত উপসর্গ ছিল।
আন্তর্জাতিক ডেস্কযুক্তরাজ্যে করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় ৮০ শতাংশের দেহে ভাইরাসটির উপসর্গ ছিল না। করোনা পজিটিভ আসা ব্যক্তিদের মধ্যে মাত্র মাত্র ২২ শতাংশের নমুনা পরীক্ষার দিন পর্যন্ত উপসর্গ ছিল। দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (ওএনএস) এক জরিপে এই তথ্য উঠে এসেছে।
এই জরিপ করোনার ভয়াবহতার একটি ইঙ্গিত দিয়েছে। কারণ দেশটির অধিকাংশ মানুষই জানে না যে তারা ভাইরাসটি বহন করছে। নিজের অজান্তেই তা অন্যদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে।
ওএনএস এর এই জরিপ বলছে, স্বাস্থ্য ও সমাজেসেবার সঙ্গে জড়িত কর্মীরাই বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন।
জরিপটির ফলাফল এমন সময়ে এলো যখন যুক্তরাজ্যে যে কোনও রোগে মৃত্যু টানা দ্বিতীয় সপ্তাহে কমে এসেছে। দেশে মার্চের শেষ থেকে জুন পর্যন্ত গত পাঁচ বছরে গড় মৃত্যুর চেয়ে ৫৯ হাজার জন বেশি মারা গেছেন।
সবশেষ মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাজ্যে সরকারি হিসেবে আরও ১৫৫ জনের মৃত্যু হয়েছে করোনায়। মোট ৪৪ হাজার ৩৯১ জন।
পরিসংখ্যান দফতর তাদের জরিপে মাত্র ১২০ জনের নমুনা পরীক্ষা করেছিল। তাই কারা বেশি সংক্রমিত হচ্ছেন, সেই ব্যাপারে জোরালো কিছু এখনও বলা যাচ্ছে না।
তবে তাদের জরিপ বলছে, যারা স্বাস্থ্য কিংবা সেবাখাতে রয়েছেন এবং ঘরের বাইরে কাজ করছেন তারা করোনায় পজিটিভ। সংখ্যালঘু নৃতাত্ত্বিক গোষ্ঠীদের অ্যান্টিবডি টেস্টের পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি এবং শ্বেতাঙ্গদের কারোনা হওয়ার সম্ভবাবনা খুব কম। এছাড়া বড় পরিবারে থাকেন যারা, তাদের করোনাভাইস পজিটিভ হওয়ার সম্ভাবনা ছোট পরিবারের চেয়েও বেশি থাকে।
এছাড়া নারীদের চেয়ে পুরষদের মৃত হার বেশি বলে উঠে এসেছে এই রিপোর্টে। তবে তারা কীভাবে সংক্রমিত হচ্ছেন কিংবা সুস্থ হয়ে উঠছেন তা জানায়নি।
যুক্তরাজ্যে যারা বাসায় থাকছেন তাদের পরীক্ষা করে এই জরিপের ফল প্রকাশিত হয়েছে। কেয়ার হোম কিংবা অন্য প্রতিষ্ঠানের বসবাসরতদের এই জরিপের অন্তর্ভুক্ত করা হয়নি।
উপসর্গহীন সংক্রমণের ব্যাপারে বারবার সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ব্রিটিশ সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টারাও একই কথা বলছে। কিন্তু তা কতটা ঝুঁকিপূর্ণ সেটা আর বলেনি।
জরিপে দেখা গেছে ২২ জনের করোনা পজিটিভ এসেছে, যাদের মধ্যে পরীক্ষার দিন পর্যন্ত ভাইরাসটি ছিল। আর প্রায় ৭৮ শতাংশের পরীক্ষার দিন পর্যন্ত কোনও উপসর্গ ছিল না, কিন্তু ফল এসেছে পজিটিভ।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3f8VFGj
Post Come trough : PURBOPOSHCIMBD