সিলেটে ৭ চিকিৎসকসহ নতুন ৬১ জনের করোনা শনাক্ত
সিলেটে ৭ চিকিৎসকসহ নতুন করে আরও ৬১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিলেট সংবাদদাতাসিলেটে ৭ চিকিৎসকসহ নতুন করে আরও ৬১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে জেলায় করোনায় আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২৮৭০ জনে।
সোমবার (৬ জুলাই) সিলেটের দুটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এ ৬১ জনের করোনা পজিটিভ আসে।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সোমবার ওসমানীর পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে ৪৭ জন সিলেট জেলার বাসিন্দা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৭৯ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা পজিটিভ আসে। তাদের মধ্যে সিলেট জেলার ১৪ জন। বাকি ১৪ জন সুনামগঞ্জ জেলা বাসিন্দা।
জেলায় এ পর্যন্ত আক্রান্ত ২৮৭০ জনের মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৫৪৭ জন। মারা গেছেন ৭২ জন।
৫ এপ্রিল সিলেট জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর ১৫ এপ্রিল প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3iBCC9B
Post Come trough : PURBOPOSHCIMBD