করোনা আক্রান্তে স্পেনকে ছাড়িয়েছে চিলি
আন্তর্জাতিক ডেস্কদক্ষিণ আমেরিকার দেশ চিলিতেও করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। এর আগে ব্রাজিল ও পেরু এই সংখ্যা ছাড়িয়ে গেছে।
মঙ্গলবার (৭ জুলাই) নতুন করে ২ হাজার ৪০০ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে। তবুও লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিতে যাচ্ছে চিলি। খবর আল জাজিরার।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও ৫০ জনের মৃত্যুর খবর দিয়েছে। ফলে মৃত্যুর মোট সংখ্যা বেড়ে ৬ হাজার ৪৩৪ জন। ভাইরাসের কারণে সম্ভাব্য আরও সাড়ে তিন হাজার মৃত্যু হয়েছে বলে ধারণা মন্ত্রণালয়ের।
আক্রান্ত দেশগুলোর তালিকায় স্পেনকে পেছনে ফেলে ষষ্ঠ স্থানে উঠে গেছে চিলি। মহামারির শুরুতে মৃত্যুকূপ হয়ে ওঠা স্পেনে আক্রান্ত ২ লাখ ৯৯ হাজার ২১০ জন। প্রায় ৩ লাখ ১০ হাজার রোগী নিয়ে চিলির ঠিক উপরে পেরু, আর সাড়ে ১৬ লাখ আক্রান্তে ব্রাজিল দ্বিতীয় স্থানে।
তবে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে সংক্রমণ কমতে থাকায় কিছু বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করছে চিলি সরকার। স্বাস্থ্যমন্ত্রী এনরিক প্যারিস বলেছেন, আমরা ২৩ দিন ধরে কিছুটা অগ্রগতি লক্ষ করছি।
৭১ লাখ মানুষের শহর রাজধানী সান্তিয়াগোতে আক্রান্তের ৮০ শতাংশ সুস্থ হয়েছেন বলে জানান প্যারিস। সেখানে সংক্রমণের হারও নেমে গেছে। নমুনা পরীক্ষার ২৪ শতাংশের পজিটিভ আসছে।
এই পরিস্থিতিতে লকডাউনের বিধিনিষেধ শিথিল করার আগে কর্তৃপক্ষকে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/38ACqmo
Post Come trough : PURBOPOSHCIMBD