কাতারে করোনায় আক্রান্ত লাখ ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্কপ্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে কাতারে। সোমবার (৬ জুলাই) দেশটিতে নতুন করে ৫৪৬ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৫ জন। খবর আল জাজিরার।
কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ৩৪৫ জন। মোট মৃতের সংখ্যা ১৩৩ জন।
কাতারে ২ কোটি ৮ লাখ লোকের বাস। তার মধ্যে মাত্র ১২ শতাংশ কাতারি। মূলত করোনা আক্রান্তের সংখ্যা বেশি নিম্ন আয়ের প্রবাসী কর্মজীবী শ্রেণির মধ্যে। যারা জনাকীর্ণ কোয়ার্টারে বসবাস করে।
১৫ জুন থেকে কাতার চার ধাপে লকডাউন তোলার প্রক্রিয়া শুরু করেছে। ১ জুলাই থেকে লকডাউন তোলার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। খুলতে শুরু করেছে রেস্টুরেন্ট, বিচ ও পার্ক।
গালফ অঞ্চলের দেশগুলোর মধ্যে কাতারে দ্বিতীয় সর্বোচ্চ করোনা আক্রান্ত রোগী রয়েছে। সর্বোচ্চ রয়েছে সৌদি আরবে। সেখানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৭১৬ জন। সব মিলিয়ে গালফ অঞ্চলে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৮৯ হাজার জন। মৃতের সংখ্যা ৩ হাজার।
এদিকে কুয়েতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। সোমবার সেখানে আক্রান্ত হয়েছে ৫৩৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৬৪৪ জন। এ পর্যন্ত মারা গেছে ৩৭৩ জন।
পূর্বপশ্চিমবিডি/আরএইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/2C8FxpF
Post Come trough : PURBOPOSHCIMBD