বংশালে আগুন: চিকিৎসাধীন আরেক শিশুর মৃত্যু
গত ২৩ জুলাই সকালে বংশাল থানার কসাইটুলি জুম্মন কমিউনিটি সেন্টারসংলগ্ন একটি বাসার নিচতলায় গ্যাস লাইন বিস্ফোরণের পর আগুন লাগে।
জাতীয়
নিজস্ব প্রতিবেদকরাজধানীর বংশালে আগুন লাগার ঘটনায় জান্নাত নামে চিকিৎসাধীন আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দুই শিশুর মৃত্যু হলো। শুক্রবার (২৪ জুলাই) মধ্যরাতে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ওই শিশুর মৃত্যু হয়।
শনিবার (২৫ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৩ জুলাই সকালে বংশাল থানার কসাইটুলি জুম্মন কমিউনিটি সেন্টারসংলগ্ন একটি বাসার নিচতলায় গ্যাস লাইন বিস্ফোরণের পর আগুন লাগে। ঘটনাস্থলেই মাইনুদ্দিন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। দগ্ধ হন মাইনুদ্দিনের মা শিউলি বেগম, বাবা জাবেদ মিয়া ও বোন জান্নাত। ঘটনার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলো জান্নাত। এখনও হাসপাতালে ভর্তি আছেন মাইনুদ্দিনের মা-বাবা।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানিয়েছিলেন, আগুনে জাবেদ মিয়ার শরীরের ৩০ শতাংশ, শিউলি বেগমের ৬০ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের অবস্থাও আশঙ্কাজনক।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3f0E81S
Post Come trough : PURBOPOSHCIMBD