ফেনীতে সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত ফেনী প্রতিনিধি ফেনীর ফুলগাজীতে দুটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছে।
সারাদেশ
ফেনী প্রতিনিধিফেনীর ফুলগাজীতে দুটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছে।
নিহতরা হচ্ছেন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর গ্রামের বাচ্চু মিয়া (৭৫) ও খুকি আক্তার (৫৫)। এরা সম্পর্কে ভাই-বোন।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের ফুলগাজীর গাইনবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় রুবেল (২৫) নামে আরো একজন আহত হয়েছেন। রুবেল সম্পর্কে নিহতদের নাতি হন।
নিহতের স্বজনরা জানান, ফুলগাজীতে রুবেলের শ্বশুর বাড়ি থেকে তিনজন দাওয়াত খেয়ে সিএনজিচালিত অটোরিকশা যোগে দক্ষিণ কাশিমপুরে ফিরছিলেন তারা। পথে ফুলগাজীর গাইনবাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রী বাচ্চু মিয়া ও খুকি আক্তার গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নুরুল আলম সিদ্দিকী জানান, হাসপাতালে আনার আগেই তারা মারা যায়। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা দুটি উদ্ধার করে থানায় জব্দ করা হয়েছে। তবে দুই অটোরিকশাচালকই পালিয়ে গেছে।
পূর্বপশ্চিম-এইচ
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/3eH0oh4
Post Come trough : PURBOPOSHCIMBD