রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানের উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামে আল-ফালাহ্-মহিলা মাদ্রাসা জামে মসজিদের মেহরাব ভেঙ্গে দেয়ার অভিযোগে মোহাম্মদ মাহামুদ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে রাউজান থানা পুলিশ। বুধবার (১৫ জুলাই) সকালে উরকিচর হারপাড়া এলাকা থেকে সংবাদের ভিক্তিতে তাকে আটক করা হয়। আটক মাহামুদ উরকিচর ইউনিয়নের হারপাড়া গ্রামের মিয়া বাড়ির মৃত আবদুল লতিফের ছেলে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ্ (পিপিএম) বলেন, মসজিদের মেহরাব ভাঙ্গার অপরাধে মাহামুদ নামে একজনকে আমরা আটক করেছি। বাকীদের ধরতে আমরা চেষ্টা চালাচ্ছি । এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেটির তদন্ত চলছে। কেউ জড়িত থাকালে তাদেরও আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য যে, গত ১১ জুলাই উরকিরচরের হারপাড়ায় আল-ফালাহ্-মহিলা মাদ্রাসা জামে মসজিদের মেহরাব ভাংচুরের ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ এবং জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইউনুছ ফেরদৌস বাদি হয়ে রাউজান থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে স্থানীয় মোহাম্মদ মাহামুদ ও তৌসিফ আনোয়ারসহ অজ্ঞাত ১০/১২জনের নাম উল্লেখ করা হয়। পূর্বপশ্চিমবিডি/আরএইচ