নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ১৬ জুলাই বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৪ জন ও বাদবাকি ১০ জন শিবগঞ্জ উপজেলার মোট ১৪ জন করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডাক্তার মো. জাহিদ নজরুল চৌধুরী রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
১৪ জনসহ এখন জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৪১ জন। তবে সুস্থ হয়েছেন এ পর্যন্ত ৯৭ জন করোনা রোগী। বাকীরা হোম কোয়ারেন্টাইন এ থেকে চিকিৎসা নিচ্ছেন, ভাল আছেন।
আক্রান্তরা হচ্ছে, মোসা. জোসনা আরা বেগম (৪৫), নুরুন নাহার (৪৯), জাকেরা খাতুন (৫০), আয়েশা বেগম (৪০), নূর নাহার (৩২), সাদিকুল আলম (৬১), জিয়ারুল ইসলাম (৩৫), আরজু মন্ডল (৩০), তুষার আহমেদ (৩১), শফিকুল আলম (৫০), হাসেম আলী (২৭), হাসান ফারুক (৫৬), রেজুয়ানুল ইসলাম (২৮), মশিবুর রহমান (৫৫)।
রাজশাহী ল্যাবে মোট ১৮৬টি করোনা রিপোর্ট আসে বৃহস্পতিবার। যার ভেতর পজিটিভ ৬৮ টি। এই ৬৮ জনের ভেতর ১৪ জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলার। কাজেই করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা মেনে চলার জোর আহবান জানিয়েছেন স্থানীয় প্রশাসন। -কপোত নবী।
Post Written by : Rony Islam
Original Post URL : https://ift.tt/3fAAT2k
Post Come trough : Nachole News | নাচোল নিউজ