নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ: মুজিব শতবর্ষে বাংলাদেশ ছাত্রলীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়েছে। বনজ, ফলজ ও ঔষধী গাছ রোপণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষে ৩টি করে গাছ লাগার আহবান জানিয়েছেন, দলীয় নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠন গুলোকে। এরই মাঝে জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন ও সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দসহ ছাত্রলীগ বৃক্ষ রোপণ শুরু করেছেন।
এরই প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ এর সহ-সভাপতি আসিকুজ্জামান আসিক এর প্রচেষ্টায় বৃক্ষরোপণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দূরুল হোদা, যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান অহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ। -কপোত নবী।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/2Of5gPI
Post Come trough : Nachole News | নাচোল নিউজ