নিম্ন আদালতে করা যাবে নালিশী মামলা
এখন থেকে নিম্ন আদালতে সব ধরনের নালিশী মামলা (ফৌজদারি মামলা) করা যাবে। করোনার কারণে প্রায় চার মাস বন্ধ ছিল এ কার্যক্রম।
আদালত
নিজস্ব প্রতিবেদকএখন থেকে নিম্ন আদালতে সব ধরনের নালিশী মামলা (ফৌজদারি মামলা) করা যাবে। করোনার কারণে প্রায় চার মাস বন্ধ ছিল এ কার্যক্রম।
রোববার (১২ জুলাই) সকালে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, শনিবার রাতে এ সার্কুলার জারি করা হয়। সার্কুলারে আদালত পরিচালনার সময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ সংক্রান্ত সার্কুলার জারি করেছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন আদালতে ফৌজদারি মামলা দাখিল করা যাবে।
প্রসঙ্গত, ১০ মে থেকে করোনা পরিস্থিতিতে নিম্ন আদালতসমূহে জামিন শুনানি চলমান রয়েছে। এছাড়া, সম্প্রতি একটি সার্কুলারের মাধ্যমে এসব আদালতে দেওয়ানি মামলা ও আসামিদের আদালতে আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া হয়েছে।
পূর্বপশ্চিম-এইচএইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/3ekkyh0
Post Come trough : PURBOPOSHCIMBD