বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার অংগ্যপাড়া নামক স্থানে জেএসএস (মূল) সন্ত্রাসীদের সাথে সেনা টহল দলের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শান্তি লতা তঞ্চঙ্গ্যা (২৮) নামে এক নারী নিহত হয়েছে। এসময় তার শিশু অর্জুন তঞ্চঙ্গ্যা (৪) আহত হয়।
গত সাত জুলাই বাঘমারা এলাকায় জেএসএস (মূল) সন্ত্রাসীরা ছয় জনকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় তিন জন আহত হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে রোয়াংছড়ি উপজেলার অংগ্যপাড়া নাতীন ঝিড়ি নামক স্থানে সেনাবাহিনীর তিনটি টহল দল অবস্থান করছিল। এসময় টহল দলকে লক্ষ্য করে জেএসএস (মূল) সন্ত্রাসীরা পাহাড়ের পশ্চিম দিক থেকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে সন্ত্রাসীদের আটক করতে অভিযান চালালে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
এসময় স্থানীয় এক নারী এবং তার চার বছরের শিশুকে গুরুতর আহত অবস্থায় দেখতে পায় সেনাবাহিনীর সদস্যরা। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসার পথে আহত শান্তি লতা তঞ্চঙ্গ্যা মারা যান। আর শিশু অর্জুন তঞ্চঙ্গ্যা (৪) চিকিৎসাধীন রয়েছে।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3iUltb8
Post Come trough : Nachole News | নাচোল নিউজ