সুনামগঞ্জে নৌকা ডুবে যুবক নিখোঁজ
পাটলাই নদীর মধ্য স্থানে হঠাৎ দমকা বাতাস আর ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। নৌকা ডুবার পর সবার চিৎকার শুনে আশপাশের গ্রামের বাসিন্দারা গিয়ে ১৭ জনকে উদ্ধার করলেও তৌফিক মিয়া নিখোঁজ রয়েছে।
সুনামগঞ্জ প্রতিনিধিসুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নৌকা ডুবে মো. তৌফিক মিয়া (৩০) নামে এক যুবক নিখোঁজ রয়েছে। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের খলিশাজুড়ি গ্রামের মুক্তিযুদ্ধা সিরাজ মিয়ার ছেলে ও নতুন বাজারের একজন চা বিক্রেতা।
শনিবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের পাটলাই নদীতে এই নৌকা ডুবির ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের নালেরবন্ধ গ্রামের সামছুল হকের ছেলে মাঝি সাজিলক বালিয়াঘাট নতুন বাজার থেকে ১৮জন যাত্রী নিয়ে ছোট একটি কাঠের নৌকা দিয়ে খলিশাজুড়ি ও নালেরবন্ধ গ্রামের উদ্দ্যেশে রওনা করে। পাটলাই নদীর মধ্য স্থানে হঠাৎ দমকা বাতাস আর ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। নৌকা ডুবার পর সবার চিৎকার শুনে আশপাশের গ্রামের বাসিন্দারা গিয়ে ১৭ জনকে উদ্ধার করলেও তৌফিক মিয়া নিখোঁজ রয়েছে। রাত ১১টা পর্যন্ত স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধার কাজ চালালেও তাকে পায়নি। এ বিষয়টি নিশ্চিত করেছেন ট্যাকেরঘাট পুলিশ ক্যাশ ইনচার্জ এএসআই আবু মোছ।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, রাত ৯টার দিকে পাটলাই নদীতে একটি নৌকা ডুবে একজন নিখোঁজ হওয়ার সংবাদ শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/আরএইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/2OEB7tG
Post Come trough : PURBOPOSHCIMBD