শিরোপাও ধরে রাখলো বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ফাইনালে বায়ার লেভারকুসেনকে ৪-২ গোলে হারিয়ে, রেকর্ড ২০ বার এই শিরোপা ঘরে তোলে তারা।
বার্লিনে ১৬ মিনিটে আলাবা’র গোলের পর ২৪ মিনিটে সার্জিও গিনাব্রি’র গোলে ২-০ লিড নিয়ে বিরতিতে যায় বাভারিয়ানরা। দ্বিতীয়ার্ধেও নিজেদের দাপট ধরে রাখে বায়ার্ন। ৫৯ মিনিটে দলের গোল মেশিন রবার্ট লেভানডভস্কির গোলে বড় জয়ের পথে হাটে বায়ার্ন। এর ৪ মিনিট পরে লেভারকুসেনের হয়ে এক গোল শোধ করেন বেন্ডার। ৮৯ মিনিটে লেভানডভস্কির ২য় গোলে শিরোপা অনেকটাই নিশ্চিত হয় বায়ার্ন মিউনিখের। ম্যাচের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে হাভার্টস স্কোর লাইন ৪-২ করলেও বায়ার্নের শিরোপা জেতায় বাধা হতে পারেননি।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/2NUhblQ
Post Come trough : Nachole News | নাচোল নিউজ