করোনা ঠেকাতে এলাকাভিত্তিক 'নিয়ন্ত্রণ' করবে পশ্চিমবঙ্গ
করোনা সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় নতুন করে নিয়ন্ত্রণবিধি চালু হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ককরোনা সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় নতুন করে নিয়ন্ত্রণবিধি চালু হচ্ছে।
প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ মেয়াদ সাত দিন। তালিকায় থাকা এলাকায় শক্ত হাতে ‘নিয়ন্ত্রণ’ কার্যকর করার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, এই নিয়ন্ত্রণে মানুষকে ‘ঘরবন্দি’ হতে হবে না। যদিও প্রশাসনের একাংশের মতে, সংক্রমণ ঠেকাতে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের গতিবিধিতে পুরোপুরি রাশ টানা হবে।
আনন্দবাজার পত্রিকা জানায়, মঙ্গলবার জেলায় জেলায় নতুন কন্টেনমেন্ট বিধি তৈরি করে কড়া নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নেন রাজ্য সরকার। লিখিত নির্দেশ বলা হয়, নতুন নির্দেশিত কন্টেনমেন্ট এলাকায় সরকারি-বেসরকারি সব অফিস, জরুরি নয় এমন পরিষেবা, সমাবেশ, পরিবহন, বাজার, শিল্প-বাণিজ্য বন্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় জিনিস যতটা সম্ভব হোম ডেলিভারির ব্যবস্থা করবে স্থানীয় প্রশাসন।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সাত দিন এই ব্যবস্থা বহাল থাকবে। সাত দিন বাদে পর্যালোচনা হবে। সংক্রমণ কমলে নিয়ন্ত্রণ শিথিল হবে। সংক্রমণ বাড়লে আবার বিবেচনা করা হবে।
পূর্বপশ্চিম-এইচএইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/2Ci2tCU
Post Come trough : PURBOPOSHCIMBD