গোপালগঞ্জে নতুন করে ৩৪ জন করোনায় আক্রান্ত
সারাদেশ
গোপালগঞ্জ প্রতিনিধিগোপালগঞ্জে নতুন করে ৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা জেলায় এক দিনে সর্বোচ্চ। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৯৯ জনে।
রোববার (৫ জুলাই) সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, মুকসুদুপুর উপজেলায় আটজন, টুঙ্গিপাড়া উপজেলায় ছয়জন ও কোটালীপাড়া উপজেলায় তিনজন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। তাদের পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টিনে রাখা হয়েছে।
তিনি আরও জানান, জেলা থেকে মোট ৫ হাজার ৫৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলায় মোট ১২ জন মারা গেছেন। ৪৩১ জন সুস্থ হয়েছেন। ৩৫৬ জন জেলার বিভিন্ন হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।
করোনা আক্রান্ত ৭৪৩ জনের মধ্যে সদর উপজেলায় ২২৬ জন, মুকসুদপুর উপজেলায় ১৭৯ জন, কাশিয়ানী উপজেলায় ১৫১ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১২২ জন ও কোটালীপাড়া উপজেলায় ১২১ জন রয়েছেন। এরমধ্যে ডাক্তার, নার্সসহ ৬৯ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
পূর্বপশ্চিমবিডি/আরএইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/2NXSxB2
Post Come trough : PURBOPOSHCIMBD