মানিকগঞ্জে যমুনার পানি বিপদসীমার নিচে
মানিকগঞ্জ প্রতিনিধিমানিকগঞ্জে যমুনার পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে ১০ সেন্টিমিটার পানি কমেছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পানি উন্নয়ন বোর্ডের আরিচা কার্যালয়ের গ্রেজ রিডার মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যমুনার পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে ১০ সেন্টিমিটার পানি কমেছে। আরিচা পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে অভ্যন্তরীণ নদীগুলোতে পানি স্থিতিশীল রয়েছে।
জেলার হরিরামপুর, ঘিওর, শিবালয়, দৌলতপুর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে।
পূর্বপশ্চিমবিডি/আরএইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/3iEpMHt
Post Come trough : PURBOPOSHCIMBD