যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়ালো
মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গেল। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল আটটা পর্যন্ত দেশটিতে ৪০ লাখ ২৮ হাজার ৫৬৯ জন শনাক্ত হয়েছেন।
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কমার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গেল। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল আটটা পর্যন্ত দেশটিতে ৪০ লাখ ২৮ হাজার ৫৬৯ জন শনাক্ত হয়েছেন।
ট্রাম্প প্রশাসনের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়ও প্রায় ৬০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত সাতদিনে গড়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৬ হাজার করে!
রয়টার্সের হিসাব অনুযায়ী, তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মঙ্গলবার মৃত্যু হয়েছে ১ হাজারের বেশি মানুষের। জুনের সেই শুরুর দিকের পর এই প্রথম একদিনে হাজারের বেশি মানুষ মারা গেল সেখানে। মোট মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৩ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন।
দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২১ লাখ ৬৬ হাজার ৫৩২ জন। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬৫ হাজার ৯৭০ জন।
গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫০ লাখ ৯১ হাজার ৮৮০ জন। নতুন এই রোগটি থেকে মোট সুস্থ হয়েছেন ৯১ লাখ ১০ হাজার ২০৮ জন। মারা গেছেন ৬ লাখ ১৯ হাজার ৪১০ জন।
তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ১১ লাখ ৯৪ হাজার ৮৫ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ২৮ হাজার ৭৭০ জনের।
রাশিয়ায় এখন পর্যন্ত ৭ লাখ ৮৩ হাজার ৩২৮ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১২ হাজার ৫৮০ জন। পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকায় ৩ লাখ ৮১ হাজার ৭৯৮ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ৫ হাজার ৩৬৮ জন।
পূর্বপশ্চিমবিডি/এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/2ONnuZa
Post Come trough : PURBOPOSHCIMBD