শাহেদের ভায়রা র্যাব হেফাজতে
নিজস্ব প্রতিবেদকরিজেন্ট হাসপাতালের মালিক রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের ভায়রা ও টিভি নাটকের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ‘টেলিহোম’র প্রধান মোহাম্মদ আলী বশিরকে হেফাজতে নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে রাজধানীর বনানীতে টেলিহোমের অফিস থেকে আলী বশিরকে হেফাজতে নেয় র্যাব। শাহেদের অবৈধ টাকা দিয়েই আলী বশির নাটক প্রযোজনা করতেন বলে অভিযোগ রয়েছে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, শাহেদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে আলী বশিরকে আনা হয়েছে।
এদিকে, রিজেন্টে অনিয়ম ও প্রতারণার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহেদকে গ্রেফতারে বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রেখেছে র্যাব। শিগগির তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।
এর আগে সোমবার (৬ জুলাই) রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। ৭ জুলাই রিজেন্ট হাসপাতালের দুটি শাখাকেই সিলগালা করা হয়। অভিযানে ভুয়া করোনা টেস্টের রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে।
৭ জুলাই রাতে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করে র্যাব। মামলায় হাসপাতালের মালিকসহ ১৭ জনকে আসামি করা হয়। ওই মামলায় রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখা থেকে আটক আটজনকে গ্রেফতার দেখানো হয়। এছাড়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. শাহেদসহ নয়জনকে পলাতক আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে বুধবার (৮ জুলাই) রাতে গ্রেপ্তার করা হয় শাহেদের প্রধান সহযোগী তারেক শিবলীকে।
শাহেদের বিষয়ে অভিযান পরিচালনাকারী র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, অনিয়ম, অপরাধ ও প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো চেয়ারম্যান (মো. শাহেদ) নিজেই ডিল করেছেন, অন্যান্য কয়েকজন কর্মীও ছিলেন। এখন চেয়ারম্যান পলাতক রয়েছেন। তাকে এবং জড়িত সবাইকে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে।
রিজেন্টের শাহেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2Dm3tWZ
Post Come trough : PURBOPOSHCIMBD