ডাক্তার-নার্সদের বিরুদ্ধে ‘অযাচিত’ পদক্ষেপের কঠোর কর্মসূচি দেবে বিপিএমসিএ
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অযাচিতভাবে কোনো পদক্ষেপ নেয়া হলে কঠোর কর্মসূচি গ্রহণ করবে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)।
স্বাস্থ্য
নিজস্ব প্রতিবেদককরোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অযাচিতভাবে কোনো পদক্ষেপ নেয়া হলে কঠোর কর্মসূচি গ্রহণ করবে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)।
সোমবার (২০ জুলাই) বিপিএমসিএ সভাপতি এম এ মুবিন খান এবং সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন হুঁশিয়ারি দেয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের করোনাভাইরাস মহামারির ক্রান্তিকালে অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত সকল মেডিকেল কলেজ হাসপাতাল সরকারের নির্দেশ অনুযায়ী ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা অব্যাহত রেখে করোনা রোগী ছাড়াও অন্যান্য রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করছে। এরূপ চলমান পরিস্থিতিতে কোনোভাবেই ডাক্তার, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের মাঝে ভয়ভীতির সৃষ্টি অথবা অযথা হয়রানি না করে অ্যাসোসিয়েশনভুক্ত কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা দেশের প্রচলিত আইনের আওতায় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা মহামারির প্রথমদিকে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলো দিনরাত পরিশ্রম করে নিরলসভাবে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করে আসছে। সরকারি ও বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনামতে দেশের হাজার হাজার রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করায় হাজার হাজার মানুষ নতুন জীবন ফিরে পেয়েছে। এটা ইতিহাস হয়ে থাকবে। বর্তমানে দেশের সকল হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তি আছে। এখন তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করা সকলের কাম্য। এই সময় কোনোরকম হয়রানি কাম্য নয়।
এমতাবস্থায় করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সরকারের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যখাত ও সকল করোনা হাসপাতালগুলোকে সহযোগিতা করার জন্য অ্যাসোসিয়েশন আহ্বান জানাচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পূর্বপশ্চিমবিডি/এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/2OKttxD
Post Come trough : PURBOPOSHCIMBD