ঢাকা বিশ্ববিদ্যালয় হলের মাঠে গাঁজা গাছ!
নিজস্ব প্রতিবেদকঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হলের মাঠে গাঁজা গাছ পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার ঢাবি শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপে ওই গাছ নিয়ে পোস্ট করেন হলের এক শিক্ষার্থী। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গাছটি জসীম উদ্দীন হল মাঠের উত্তর-পূর্ব কোণে ছিল বলে একাধিক শিক্ষার্থী নিশ্চিত করেছেন।
অভিযোগ আছে, রাতে জসীম উদ্দীন হল মাঠের উত্তর-পূর্ব কোণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বহিরাগতরা নিয়মিত গাঁজা সেবন করতেন। ধারণা করা হচ্ছে, গাঁজা সেবনের পরে বীজ যেখানে সেখানে ফেলায় এ গাছটির জন্ম হয়েছে।
প্রত্যক্ষদর্শী ঢাবি শিক্ষার্থী জুনায়েদ সাদ্দাম বলেন, ‘জরুরি প্রয়োজনে আজ ক্যাম্পাসে এসেছিলাম। ভাবলাম হলের দিক থেকে একটু ঘুরে আসি। জসীম উদ্দীন হলের মাঠে দাঁড়িয়ে হঠাৎ চোখ একটি গাছের দিকে আটকে গেল। এরপর দেখি এক বিশাল গঞ্জিকা বৃক্ষ! বিষয়টি আমি পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দায়িত্বপ্রাপ্ত গার্ডকে জানিয়েছি এবং প্রক্টর স্যারকেও জানানোর জন্য ফোন করেছিলাম। কিন্তু স্যার ব্যস্ত আছেন বলে জানিয়েছেন।’
এ বিষয়ে জানতে চাইলে কবি জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশীদ বলেন, ‘আমি খোঁজ নিয়েছিলাম। সেটি তুলে ফেলা হয়েছে।’
তিনি দাবি করেন, গাছটি জসীম উদ্দীন হলের সীমানায় পড়ে না।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘আমি জানি না। তবে তা যদি সত্যি হয়, তাহলে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখছে এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'
পূর্বপশ্চিমবিডি/জেআর
Post Written by :
Original Post URL : https://ift.tt/2VRAvVv
Post Come trough : PURBOPOSHCIMBD