লকডাউনে স্বামীর সঙ্গ না পাওয়ায় মেডিকেল ছাত্রীর আত্মহত্যা
হোস্টেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ডেন্টাল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী (২৬)। মানসী মণ্ডল নামের ওই ছাত্রীর ঘরের ভেতর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।
পূর্বপশ্চিম ডেস্কভারতের পশ্চিমবঙ্গে হোস্টেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ডেন্টাল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী (২৬)। মানসী মণ্ডল নামের ওই ছাত্রীর ঘরের ভেতর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেই সুইসাইড নোটে লেখা ছিল, জীবনের প্রতি আসক্তি হারিয়ে গিয়েছিল। তার স্বামী দূরে বেঙালুরু শহরে থাকেন। মার্চ থেকে তাদের দেখা হয়নি। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে বন্ধ ঘরের দরজা ভেঙে মানসী মণ্ডলের লাশ উদ্ধার করে পুলিশ।
ভারতের সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়, মানসিক অবসাদে ভোগার কথা বন্ধু ও রুমমেটদের একাধিকবার বলেছিলেন মানসী।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে সোয়া ৯টার দিকে বন্ধুদের ফোন করেন মানসী। বন্ধুদের জানান, তিনি এখনই কলেজে যাচ্ছেন না, কয়েকটা ওষুধ খেয়ে তারপর যাবেন। কিন্তু তারপর আর তাকে কলেজে আসতে না দেখে খোঁজাখুঁজি শুরু হয়।
হোস্টেলের ঘরে খোঁজ করতে এসে ঘরের দরজা খুলতে পারেননি লেডিস হোস্টেলের সুপার। বিষয়টি তিনি তখনই কলেজ কর্তৃপক্ষকে জানান। সেইসময় এই ডেন্টাল কলেজকে করোনা হাসপাতাল হিসেবে তৈরির জন্য বৈঠক চলছিল।
সুপারের কাছ থেকে খবর পেয়েই বৈঠক ছেড়ে সকলে ছোটেন লেডিস হোস্টেলে। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে ডাকাডাকিতে সাড়া না মিললে দরজা ভাঙা হয়। এ সময় মানসী মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
কলেজ সূত্রে জানা গেছে, পুরুলিয়ার বাসিন্দা মানসী মণ্ডল নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজের ছাত্রী ছিলেন। পরে তিনি ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির জন্য স্নাতকোত্তর কোর্স করতে আর আহমেদ ডেন্টাল কলেজে সুযোগ পান। এখানেই পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি (পিজিটি) হিসেবে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছিলেন তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএস
Post Written by :
Original Post URL : https://ift.tt/3fVdJnH
Post Come trough : PURBOPOSHCIMBD